অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর দিনদশেক বাকি। দুর্গাপুজো ঘিরে সেজে উঠছে মহানগরী থেকে জেলা। তবে দুর্যোগের মেঘ যেন কাটছেই না। আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, ভাসবে উত্তরবঙ্গও। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জারি হয়েছে কমলা সতর্কতা।
কাল শহরতলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে কাল থেকে ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
সপ্তাহান্তে দেবীপক্ষের শুরু। রবিবার মহালয়া। বাঙালির ভোর ভোর উঠে পড়ার দিন। সেই দিনে কিন্তু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মেঘলা আকাশ ও আর্দ্রতার জেরে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি।
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ০.১ মিলিমিটার। আজ কিন্তু সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। বেলায় গড়ালে আকাশ আরও মেঘাচ্ছ হয়ে আসবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি আশেপাশে থাকবে।
অপরদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, কর্ণাটক ও উত্তর প্রদেশে। কেরলের মাহে কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উত্তরাখণ্ড তামিলনাড়ু, পুদুচেরির করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা।