কলকাতা: শীতের বিদায় পর্বে বসন্তের ছোঁয়া। ভোরের দিকে শীতের আমেজ থাকলেও, বেলা বাড়তেই তা উধাও হয়ে যাচ্ছে। দুপুরে বাইরে বের হলে হালকা ঘামও ঝরছে। এমত অবস্থায় কেমন থাকবে রবিবার এবং আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়া, জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়।দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।       

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে আরও কিছুদিন। এরপর ধীরে ধীরে আবহাওয়ার মেজাজ বদল হবে। ফের সোম-মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।                                                                         
          

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা ১৯ ডিগ্রি, ৭৬ % আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা ১৯ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর ১৯ ডিগ্রি, ৮২% আর্দ্রতা
হাওড়া ১৯ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
কলকাতা ১৮ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
হুগলি ১৯ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পুরুলিয়া ১৭ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
ঝাড়গ্রাম ১৮ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর ১৯ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
বাঁকুড়া  ১৬ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান ১৮ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
পূর্ব বর্ধমান ১৮ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
বীরভূম ১৮ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
মুর্শিদাবাদ ১৫ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
নদিয়া ১৯ ডিগ্রি, ৬০% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট:  

আগামী দুদিন সকালে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কবার্তা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। মূলত পরিষ্কার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা। আগামী দু'দিন সামান্য তাপমাত্রা কমলেও সোমবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং- সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এদিন কলকাতায় ২ ডিগ্রি নেমে ১৮‘র ঘরে নামল পারদ । মরশুমের শেষে হালকা শীতের আমেজ রয়েছে ।