কলকাতা: কবে আসবে বর্ষা? এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গে বাসিন্দাদের মধ্যে। উল্টোদিকে উত্তরবঙ্গে বাসিন্দাদের মনে প্রশ্ন কবে বন্ধ হবে বৃষ্টি?
এই আবহেই কী জানাচ্ছে আবহাওয়া দফতর? IMD-এর X হ্যান্ডেলে যে বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে তাতে জানানো হয়েছে, এখন দক্ষিণবঙ্গের কিছু এলাকায় দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে। আর অন্য়দিকে উত্তরবঙ্গে আরও ২-৩ দিন থাকবে এর দাপট। উত্তর-পূর্ব বাংলাদেশ এবং লাগোয়া এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এক সঙ্গে আর যা আবহাওয়া (Monsoon in North Bengal) পরিস্থিতি রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকছে- সব মিলিয়ে উত্তরবঙ্গের জেলাগুলির কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আবহাওয়ার খুঁটিনাটি:
উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হবে।
ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কিছু এলাকায়
অতিরিক্ত ভারী বৃষ্টিপাতও দেখা যাবে সামান্য কিছু এলাকায়
জলপাইগুড়ি জেলায়, আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ এলাকায়, কোচবিহারের কিছু এলাকায়, কালিম্পংয়ের একটা-দুটো এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।
উত্তর দিনাজপুরের একটা-দুটো জায়গায় ভারী বৃষ্টিপাত হবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:
১৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
১৯ জুন
উত্তরবঙ্গে একাধিক জেলায় লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কতা
২০ ও ২১ জুন
আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে কমলা সতর্কতা
কী হতে পারে?
পাহাড়ি এলাকায় ধস নামতে পারে
তিস্তা, জলঢাকা, সঙ্কোশ, তোর্ষাতে জলস্তর বাড়তে পারে।
শস্যক্ষতির আশঙ্কা রয়েছে। নীচু এলাকায় জল জমতে পারে।
দক্ষিণবঙ্গে (South Bengal Rain Forecast) কবে থেকে ভরপুর বর্ষা শুরু হবে, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি আবহাওয়া দফতরের তরফে। যদিও আপাতত সূর্যের তাপ কমেছে। এখন দক্ষিণবঙ্গে কোথাও তাপপ্রবাহের (Heatwave in South Bengal)সতর্কবার্তা নেই। ২৩ জুন থেকে দক্ষিণে সার্বিক ভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: একাধিক ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি! তালিকায় ধানও, লাভ হবে বাংলার?