Job News: এই বছর জানুয়ারি মাসেই শুরু হয়েছিল ভারতীয় রেলে সহকারী লোকো পাইলট নিয়োগ। মোট ৫৬৯৬ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ভারতীয় রেল। তবে এবার সেই শূন্যপদ এক ধাক্কায় তিনগুণ বেড়ে গেল। ১৯ জানুয়ারি প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ পায় রেলওয়ের লোকো পাইলট (RRB ALP Recruitment) নিয়োগের, এবার নতুন বিজ্ঞপ্তি জারি করে শূন্যপদ বাড়াল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। নতুন করে কি আবেদন করা যাবে ?


এর আগে জানানো হয়েছিল RRB মোট ৫৬৯৬ শূন্যপদে সহকারী লোকো পাইলট নিয়োগ করবে। ২০ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল এই পদে (RRB ALP Recruitment) আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া। পরে ২০ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কারেকশন উইন্ডো খোলা ছিল এই পদের জন্য।


১৯ জুন বুধবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB ALP Recruitment) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, বিভিন্ন আঞ্চলিক রেলওয়ের পক্ষ থেকে বেশি পদে সহকারী লোকো পাইলট নিয়োগের চাহিদা এসে পড়েছে এবং সেই কারণে বিগত CEN 01/2024 বিজ্ঞপ্তি অনুসারে, ভারতীয় রেলওয়েতে সহকারী লোকো পাইলট নিয়োগের জন্য শূন্যপদ ৫৬৯৬ থেকে বাড়িয়ে করা হল ১৮৭৯৯। অর্থাৎ এক ধাক্কায় তিন গুণেরও বেশি বেড়ে গেল শূন্যপদ।


বিবৃতিতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানায় যে, আগে থেকেই যে সমস্ত প্রার্থী এই পদের জন্য আবেদন করে রেখেছিলেন, তারা চাইলে নতুন তালিকা প্রকাশের প্রকাশের পরে তাদের পছন্দ বদলে নিতে পারেন। তবে এর জন্য সংশ্লিষ্ট অঞ্চলের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে নজর রাখতে হবে প্রার্থীদের।


আগের বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় রেলওয়েতে সহকারী লোকো পাইলট পদে নিয়োগের জন্য পাঁচটি ধাপে পরীক্ষা দিতে হবে প্রার্থীকে। তাঁর প্রথম দুটি ধাপে আছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা। তারপর হবে কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট, নথি যাচাই এবং সবশেষে মেডিক্যাল পরীক্ষা।


আবেদনকারী পরীক্ষার্থীকে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং NCVT বা SCVT অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে ITI পাশ করতে হবে। ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, রেডিও বা টিভি মেকানিক, মেনটেন্যান্স মেকানিক ইত্যাদি স্ট্রিমের ITI ডিগ্রি থাকলেই তিনি এই পরীক্ষায় আবেদনের যোগ্য। এছাড়া পরীক্ষার্থী যদি দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে ৩ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকেন নির্দিষ্ট বিষয়ে তাহলেও তিনি যোগ্য পরীক্ষার্থী বলে বিবেচিত হবেন।


আরও পড়ুন: WB TET: আজীবন বৈধ TET সার্টিফিকেট দিচ্ছে SSC, পুরনো বিজ্ঞপ্তিতে সংশোধন ? কবে, কীভাবে পাবেন


Education Loan Information:

Calculate Education Loan EMI