কলকাতা: বৃষ্টি কমলেও এখনই মিলবে না স্বস্তি। আগামী সপ্তাহে ফের দুর্যোগের আশঙ্কা। সপ্তাহের শুরুতে ফের পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী সপ্তাহে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারি বৃষ্টির সতর্কতা জারি উত্তরের জেলাগুলিতেও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
- সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায়। সঙ্গে প্রতি ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
- মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পুরুলিয়া, নদিয়া জেলায়।
- বুধ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। বুধবার বিশেষত বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে প্রতি ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
- বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস
সূত্র: IMD
| |||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরবঙ্গের আবহাওয়া
- সোমবার বিক্ষিপ্তভাবে কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
- মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- বুধবার সামান্য কমবে বৃষ্টির পরিমাণ। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
- বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
- শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
- শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে।