কলকাতা: ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ। কিছুটা দুর্বল হয়ে অবস্থান করছে পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের ওপর। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। ফের বাড়বে তাপমাত্রা। রাতভর বৃষ্টিতে জল-যন্ত্রণা জেলায় জেলায়।
আবহাওয়ার আপডেট: নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি। শহরের বিভিন্ন অংশে জমেছে জল। শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনে নেমেছে ধস। জেলায় জেলায় জল-যন্ত্রণায় ফের আতঙ্ক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে। কিছুটা দুর্বল হয়ে পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে এদিন হাল্কা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি হয় কলকাতায়। পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। ফের বাড়বে তাপমাত্রা।
কলকাতায় হাল্কা বৃষ্টি হলেও রাজ্যের কয়েকটি জেলায় এদিনও ভারী বৃষ্টি হয়। নিম্নচাপের জেরে উত্তাল দিঘার সমুদ্র।উত্তাল সমুদ্রে ওড়িশার একটি ট্রলার বিকল হয়ে যায়। ভাসতে ভাসতে দিঘা থানার ওসিয়ান ঘাটে ট্রলারটি পৌঁছয়। ট্রলারের ১৩ জন মৎস্যজীবীকেই সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।বৃষ্টিতে জল থই-থই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতাল। জেনারেল ওয়ার্ড জলমগ্ন। জল ঢুকেছে অন্যান্য ওয়ার্ডেও। জল ঠেলেই রোগী দেখছেন চিকিৎসকরা। অন্যদিকে, ঝুমি নদীর জলের চাপে ভেঙে পড়েছে একাধিক সাঁকো। ঘাটাল থানায় মনসুকা এলাকায় বিচ্ছিন্ন যোগাযোগ।
ঝাড়গ্রামের চিল্কিগড়ে ডুলুং নদীর জল বাড়ায় জামবনি ও ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। নদীর জল বইছে কজওয়ের ওপর দিয়ে।ঝুঁকি নিয়ে পারাপার করছে মানুষ। বাঁকুড়ার দারকেশ্বর নদের জলে ডুবে গিয়েছে মীনাপুর সেতু। সেতুর ওপর দিয়ে বয়ে যাওয়া এক কোমর জল ভেঙে চলছে যাতায়াত। বাঁকুড়ার জল দ্বারকেশ্বর নদ হয়ে ঢুকতে শুরু করেছে গোঘাটের কামারপুকুরে।যার ফলে জলমগ্ন হয়ে পড়েছে বিঘার পর বিঘা জমি। সাতবেড়িয়া এলাকায় রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল।সেই জল পেরিয়ে পারাপার করছে সাধারণ মানুষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: North 24 Parganas Weather: ফের নিম্নচাপের ভ্রুকুটি, দিনভর বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়