কলকাতা: প্রশ্নের মুখে বেসামাল, মেজাজ হারালেন বসিরহাটের তৃণমূল সাংসদ। মেজাজ হারিয়ে মাঝপথেই সাংবাদিক বৈঠক ছেড়ে বেরোলেন নুসরত (Nusrat Jahan)। কেন অভিযুক্ত সংস্থা থেকেই ঋণ? স্পষ্ট জবাব দিতে পারলেন না নুসরত। ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ খারিজ নুসরত জাহানের। 


মেজাজ হারালেন নুসরত: প্রতারণার অভিযোগ ওঠার দেড় দিন পর প্রতারণার অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন, বসিরহাটের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান।তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে হারালেন মেজাজ। উঠে গেলেন সাংবাদিকদের প্রশ্নের মুখে। কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে।


সম্প্রতি, অভিযোগকারীদের নিয়ে ED'র দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাঁদের অভিযোগ, রাজারহাটে ফ্ল্যাট কেনার জন্য 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড' নামে একটি সংস্থা, ২০১৩-১৪ সালে ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেয়। যার মোট অঙ্ক দাঁড়ায় ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা। কিন্তু ৯ বছরেও তাঁরা কেউ ফ্ল্যাট পাননি বলে অভিযোগ।উল্টে, তাঁদের টাকা দিয়ে ওই সংস্থার অন্যতম ডিরেক্টর নুসরত জাহান ফ্ল্যাট কিনেছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।


এদিন প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে নুসরত জাহান বলেন, "অভিযোগ হচ্ছে, আমার বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কেনা। এই কোম্পানি থেকে আমি একটা লোন নিয়েছিলাম, লোনের অঙ্ক হচ্ছে ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ এবং ৬ মে, ২০১৭-য় সুদ-সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা, আমি এই কোম্পানিকে ফেরত দেই এবং এই সমস্ত ব্যাঙ্ক ডিটেইলস আমার কাছে আছে। ব্যাঙ্ক স্টেটমেন্ট, বাড়ির ডিড সব কিছু আমার কাছে আছে। এগুলো আমি আপনাদের দিতে পারি, কিন্তু মনে রাখবেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি কখনও দেখতে চাইনি, তাই আপনি যদি দেখতে চান, আপনি কোর্ট থেকে নিয়ে নেবেন।''


তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। এই অভিযোগ প্রসঙ্গে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেউ গিয়ে কারও বিরুদ্ধে অভিযোগ করতে পারে। নুসরতের কেস নুসরত বলবে, নুসরতের কেস নুসরত লড়বে। নুসরত যদি কোথাও ডিরেক্টর হয়ে থাকে, সেরকম অনেক ডিরেক্ট আছে অনেক লেভেলে, ভর্তি ভর্তি।''


আরও পড়ুন: South 24 Parganas: বইছে ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্র, পরিস্থিতি মোকাবিলায় খোলা হল কন্ট্রোল রুম