সঞ্চয়ন মিত্র, কলকাতা : আরও নামলো তাপমাত্রা ( West Bengal Weather)। মরশুমের শেষে শীতের জোরালো ব্যাটিং। শৈত্য প্রবাহের ( Winter Update ) পরিস্থিতি পুরুলিয়া সহ সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। মরশুমের শেষ বেলায় শীতের কামড়। আগামী ২৪ ঘণ্টার জন্য রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ৬টি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। পশ্চিমের জেলাগুলিতে দশের নীচে নেমে গেছে পারদ।
সরস্বতী পুজোর আবহাওয়া
সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বাংলায়। সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে দুই দিনাজপুরে শৈত্য প্রবাহের মত পরিস্থিতি। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।
কলকাতায় আবহাওয়া
কলকাতায় আরো কমে তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬। আরো ২৪ ঘন্টা শীতের আমেজ। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
বিশেষ সতর্কতা
শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে রাজ্যের আট জেলায়। দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতের সর্তকতা আছে । আগামী ২৪ ঘন্টায় থাকবে শৈত্য প্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশে শৈত্য প্রবাহের সর্তকতা। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের কামড় শৈত্য প্রবাহ বেশ কিছু অংশে।
কলকাতার আগামী ৭ দিনের আবহাওয়া
source : https://city.imd.gov.in/
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
10-Feb | 15.0 | 25.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
11-Feb | 16.0 | 26.0 | Mainly Clear sky | |
12-Feb | 19.0 | 27.0 | Mainly Clear sky | |
13-Feb | 19.0 | 28.0 | Partly cloudy sky | |
14-Feb | 20.0 | 29.0 | Mainly Clear sky | |
15-Feb | 19.0 | 29.0 | Partly cloudy sky | |
16-Feb | 19.0 | 29.0 | Partly cloudy sky |
আরও পড়ুন: হিংসায় তছনছ উত্তরাখণ্ডের হলদোয়ানি, জখম অন্তত ২৫০! মৃত্যু একাধিক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে