সঞ্চয়ন মিত্র, কলকাতা : ফাল্গুনের শুরুতে শীতের কামব্যাক ( Winter Comeback ) তো হয়েছিলই। এবার ক্রিজ কামড়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে। আবহাওয়ার মতিগতি বোঝা ভার। মঙ্গলবারের তুলনায় আরও নামল পারদ।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা কম। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বিদায় নেবে শীত। তবে বারবার এই আবহাওয়ার পরিবর্তন ভোগাচ্ছে মানুষকে। দেখা দিচ্ছে নানা স্বাস্থ্য সমস্যা।
এই বছর শীত শুরু থেকেই খামখেয়ালি। তাপমাত্রা অনেকটা নেমে যাওয়ার পরই উঠেছে তরতরিয়ে। অর্থাৎ কখনওই একটানা এক সপ্তাহ কনকনে শীত ছিল না। জানুয়ারির শেষেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়। তারপর আবার ফেব্রুয়ারিতে শীত ফেরে। মনে করা হচ্ছে আরও কয়েকটা দিন ঠান্ডা অনুভূত হলেও, লম্বা হবে না এই ইনিংস।
খুব শিগগিরিই বঙ্গ থেকে বিদায় নেবে ঠান্ডার আমেজ। সরস্বতী পুজোর সময় থেকেই আকাশে-বাতাসে বসন্তের সমাগম। এবার শীতকে বিদায় দিয়ে অফিসিয়ালি ঋতুরাজকে বরণ করার পালা। এসেছে ফাল্গুন। শীতের শিরশিরানি রয়েছে বটে, তবে বসন্তের মুড পুরোদস্তুর।
কলকতার আবহাওয়া
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে । সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে । কাল আরও নামতে পারে তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ( North Bengal Weather ) কুয়াশার দাপট বজায় থাকবে । পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ( Alipore Weather Office ) । দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে দু একটি জেলার কিছু অংশে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা কাশ্মীর, লাদাখ, মুজাফফরবাদ এলাকায় । তাপমাত্রার ফের পরিবর্তন হবে । পূর্ব ভারতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে । পরবর্তী দু-তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের । মধ্য ভারতে তাপমাত্রা কমবে। মঙ্গলবার পর্যন্ত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
15-Feb | 15.0 | 28.0 | Mainly Clear sky | |
16-Feb | 16.0 | 28.0 | Mainly Clear sky | |
17-Feb | 18.0 | 29.0 | Mainly Clear sky | |
18-Feb | 20.0 | 30.0 | Mainly Clear sky | |
19-Feb | 20.0 | 30.0 | Mainly Clear sky | |
20-Feb | 22.0 | 31.0 | Mainly Clear sky | |
21-Feb | 22.0 | 32.0 | Mainly Clear sky |