সঞ্চয়ন মিত্র, কলকাতা : উইকএন্ডের মেজাজ শুরু। পুজোর আগে তো আর হাতে গোনা কয়েক সপ্তাহ। তাই এই সপ্তাহশেষের দিকেই তাকিয়ে থাকেন ব্যবসায়ীরা। তবে দুঃখের খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস শনিবার থেকেই রাজ্যজুড়ে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে অতিভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে কয়েকটি জেলায়। ফলে জমজমাট পুজোর বাজার করবেন বলে যাঁরা ভাবছেন, তাঁদের আশায় জল পড়ে যাওয়ার সম্ভাবনাই আঠেরো আনা।
আংশিক মেঘলা আকাশ
কলকাতায় শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে। তাই বৃষ্টিতে গরম থেকে রেহাই মিলছে না। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়ছে।
অতিভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়
আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ জুড়েই শনিবার প্রবল বৃষ্টি হতে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওপরের এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার পর্যন্ত।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কোথায়
দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়লেও ভারী বৃষ্টি আপাতত নেই। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ থেকে বাংলার বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
কলকাতার আগামী কয়েকদিনের আবহাওয়া একনজরে :
Day | Min | Max | Icon | Text |
---|---|---|---|---|
25-Aug | 26.0 | 33.0 | মেঘলা আকাশ , ভারী বৃষ্টি | |
26-Aug | 27.0 | 34.0 | আংশিক মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি | |
27-Aug | 27.0 | 34.0 | আংশিক মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি | |
28-Aug | 27.0 | 33.0 | আংশিক মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি | |
29-Aug | 27.0 | 33.0 |
আংশিক মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি
|