কলকাতা : সকালে কলকাতায়  ( Kolkata Weather Update ) রোদ ঝলমলে আকাশ। তবে বেলা গড়াতেই রোদের আড়ালে মেঘের উঁকিঝুঁকি। ঠিক সোমবারের মতোই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দিনভর। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা। 

কলকাতার আবহাওয়া 
আলিপুর আবহাওয়া দফতর ( Alipore Met Office )  জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার মাঝে মাঝে মেঘলা আকাশ থাকবে। তবে মূলত রোদের দাপটে অস্থির হবে শহর। গলদঘর্ম হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। 

বাতাসে জলীয় বাষ্প থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 

হাওড়ার আবহাওয়া 
আজ হাওড়া জেলার (Howrah District) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) ৩৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৬ শতাংশ। আজ সারাদিন হাওড়ায় মূলত সূর্যের তেজ বাড়তে পারে। তবে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। 

হুগলির আবহাওয়া 
আজ দক্ষিণবঙ্গের এই জেলায় (Hooghly Weather Forecast) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের (Hooghly Weather Today) আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি (Weather Update) সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ, (Weather Forecast) যা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। 

কলকাতার আবহাওয়ার খবর 

Day সর্বনিম্ন তাপমাত্রা
Min
সর্বোচ্চ তাপমাত্রা
Max
Text
30-Aug 27.0 34.0 হালকা মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি 
31-Aug 28.0 35.0 হালকা মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি 
01-Sep 28.0 34.0 হালকা মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি 
02-Sep 28.0 34.0  মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টি
03-Sep 28.0 34.0  মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টি
04-Sep 28.0 34.0  মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টি
05-Sep 28.0 33.0 হালকা মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি