সঞ্চয়ন মিত্র, কলকাতা : হেমন্তের হিমের পরশ গায়ে মেখে পাতা খসার সময় এল বলে ! মানুষ যখন সাগ্রহে পাতলা চাদর গায়ে গরম কাপে চুমুক দেওয়ার অপেক্ষায়, তখন আবহাওয়া অফিস খবর দিল নিম্নচাপের। তবে তি শীতের শুরু হবে নিম্নচাপের বৃষ্টিতে ভিজে ? 


 আকাশ আংশিক মেঘলা
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা! শীতের প্রাক্কালে, বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলোতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে, আগামী কয়েকদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের উঁচু এলাকায়। 


নিম্নচাপের ভ্রুকুটি !
উত্‍সবের মরসুমে ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল সিত্রাং। সেই সঙ্কট কেটেছে। তেমনভাবে উৎসবের আনন্দ মাটি করতে পারেনি ঝড়। জমজমাট ভাবে জগদ্ধাত্রী পুজো কাটিয়ে উত্‍সব মিটতেই, ফের নিম্নচাপের ভ্রুকুটি ! ঘনাচ্ছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা! এর প্রভাবে শীতের প্রাক্কালে, উপকূলের জেলাগুলোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 


বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে। 


কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা
নিম্নচাপটি প্রবেশ করতে পারে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের স্থলভাগে। এর সরাসরি প্রভাব এরাজ্যে না পড়লেও, আগামী সপ্তাহের শেষের দিকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে মেঘলা। তবে, এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে অনুমান। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে, আগামী কয়েকদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা।


পরের সপ্তাহের মাঝামাঝি থেকে জেলায় জেলায় বাড়বে শীতের আমেজ। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে বা শিশির পড়তে পারে। কমবে জলীয়বাষ্প, শুষ্ক আবহাওয়া তৈরি হবে। সকালে ও সন্ধ্যায় থাকবে মনোরম পরিবেশ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার, সিকিম, দার্জিলিং এবং কালিম্পং, তিন পার্বত্য শহরে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের উঁচু এলাকায় সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের।