Skin Care Tips: ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলার (Skin Exfoliation) জন্য অনেকেই নিয়মিত ভাবে স্ক্রাব (Srub) ব্যবহার করে থাকেন। একেই বলা হয় স্কিন এক্সফোলিয়েশন। মূলত ফেস বা বডি স্ক্রাবের সাহায্যে ত্বকের মরা কোষ সরিয়ে ফেলা হলে ত্বকের জেল্লা ফিরে আসে। তার পাশাপাশি ত্বক মোলায়েমও হয়। তবে যদি স্ক্রাবের ব্যবহার বেশি হয়ে যায়, তাহলে স্কিন এক্সফোলিয়েশন বেশি মাত্রায় (Over Skin Exfoliation) হয়ে যায়, যা ত্বকের পক্ষে মঙ্গলজনক নয়। যদি কোনও ভাবে ত্বকে বেশিমাত্রায় এক্সফোলিয়েশন হয়ে যায় তাহলে কীভাবে ত্বকের যত্ন করবেন, তা দেখে নিন একনজরে। 


ক্লেনজার- ওভার এক্সফোলিয়েটেড ত্বকের ক্ষেত্রে মুখ পরিষ্কার করার জন্য হাল্কা ধরনের ক্লেনজার ব্যবহার করা প্রয়োজন। যেসব ক্লেনজার ত্বকে লাগালে বেশি ফেনা হবে না সেগুলো ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ওয়াটার বেসড বা জেল বেসড ক্লেনজার ব্যবহার করতে পারেন। হাল্কা ধরনের ক্লেনজার ব্যবহার করলে ওভার এক্সফোলিয়েড ত্বকের ক্ষয়ক্ষতি তুলনায় কম হবে। ওভার এক্সফোলিয়েটেড স্কিন থাকলে অবশ্যই তুলোয় করে ক্লেনজার নিয়ে তা আলতো হাতে মুখে লাগাতে হবে। নাহলে ত্বকের ক্ষতি হতে পারে। 


সানস্ক্রিন- এমনিতেই ত্বকের যত্নের ক্ষেত্রে সানস্ক্রিন লাগানো খুবই প্রয়োজনীয়। তার মধ্যে ত্বক যদি হয় অতিরিক্ত এক্সফোলিয়েড তাহলে অতি অবশ্যই বাড়ির বাইরে বেরনোর আগে ভাল করে সানস্ক্রিন মেখে নেওয়া প্রয়োজন। এক্ষেত্রেও ওয়াটার বা জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। তার ফলে উপকার বেশি হবে। রোদের তাপে ত্বকের যা যা ক্ষতি হওয়া সম্ভব সেগুলো এড়ানো যাবে। এর পাশাপাশি সান ট্যান এড়াতে পারবেন। তাই ওভার এক্সফোলিয়েটেড ত্বকের ক্ষেত্রে সানস্ক্রিন হোক নিত্যসঙ্গী। 


অ্যালোভেরা জেল- ত্বকের হাজার সমস্যার সমাধান হয় এই অ্যালোভেরা জেলের সাহায্যে। এর মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ, যা ত্বকের বিভিন্ন সমস্যা যেমন- র‍্যাশ, জ্বালাভাব, কালচে দাগছোপ দূর করে। ত্বকের ধরন আরও ভাল করতেও কাজে লাগে অ্যালোভেরা জেল। 


বরফের টুকরো- স্কিন অতিরিক্ত পরিমাণে এক্সফোলিয়েটেড হয়ে গেলে মুখ পরিষ্কারের পর আইস ম্যাসাজ করতে পারেন। এক্ষেত্রে শুধু বরফের টুকরো নিয়ে মুখে ঘষলেই হবে। বিশেষ করে ত্বকের যেসমস্ত অংশে র‍্যাশ হয়েছে বা অ্যালার্জি দেখা দিয়েছে কিংবা সান বার্ন বা সান ট্যান হয়েছে,সেখানে এই বরফের টুকরো ঘষে ম্যাসাজ করলে উপকার পাবেন। বিশেষ করে দূর হবে ত্বকের জ্বালাভাব। 


আরও পড়ুন- অতিরিক্ত মেদ ঝরাতে কড়া ডায়েট, মেনুতে রাখুন প্রোটিনে ভরপুর এই স্ন্যাকসগুলো