সঞ্চয়ন মিত্র, কলকাতা :  ফাল্গুনের শুরুতেও শীতের পরশ। গতকালের তুলনায় প্রায় ২ ডিগ্রি নামল পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ডিগ্রি কম। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। রাজ্য জুড়েই রাতের তাপমাত্রা বেশি কিছুটা কমলো। আগামী ২৪ ঘন্টায় আরও  কিছুটা কমবে সর্বনিম্ন তাপমাত্রা । বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি রাজ্যজুড়ে বজায় থাকবে।

এই নিয়ে গত ২ দিনে প্রায় ৭ ডিগ্রি নামল পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা কম। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বিদায় নেবে শীত। 

শীতের হালকা আমেজ কলকাতা ও সংলগ্ন এলাকায় অনুভূত হবে।  জেলায় জেলায় আগামী ৪৮ ঘন্টা শীতের এই নতুন ইনিংস চলবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে । তারপরই এই মরসুমের মতো কার্যত বিদায় নেবে শীত।

কলকতার আবহাওয়া

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে । সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে । কাল আরও  নামতে পারে তাপমাত্রা।  এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া 
উত্তরবঙ্গে ( North Bengal Weather )  কুয়াশার দাপট বজায় থাকবে । পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ( Alipore Weather Office ) । দার্জিলিং ও কালিম্পণংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে দু একটি জেলার কিছু অংশে। 

আগামী মঙ্গলবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতেরপার্বত্য এলাকায় । উত্তর-পশ্চিম ভারতে বুধবার পর্যন্ত ৩০ থেকে ৩৫ কিলোমিটার গতিবেগে (ট্রং সারফেস উইন্ড) বইবে উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় । পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় দিল্লির কিছু অংশে ও উত্তরপ্রদেশে এই আবহাওয়ার প্রভাব পড়বে। 

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা কাশ্মীর, লাদাখ, মুজাফফরবাদ এলাকায় । তাপমাত্রার ফের পরিবর্তন হবে । পূর্ব ভারতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বুধবার পর্যন্ত।  বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে । পরবর্তী দু-তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের । মধ্য ভারতে তাপমাত্রা কমবে।  মঙ্গলবার পর্যন্ত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। 

 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
14-Feb 16.0 29.0
Mainly Clear sky
15-Feb 16.0 28.0
Mainly Clear sky
16-Feb 18.0 29.0
Mainly Clear sky
17-Feb 19.0 30.0
Mainly Clear sky
18-Feb 20.0 31.0
Mainly Clear sky
19-Feb 21.0 31.0
Mainly Clear sky
20-Feb 21.0 32.0
Mainly Clear sky