সঞ্চয়ন মিত্র, কলকাতা : বর্ষারও বিভাজন। উত্তরে কৃপাদৃষ্টি, দক্ষিণে কৃপণদৃষ্টি। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের আগেই চলে এসেছে বর্ষা। অথচ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিবেশ নেই। 

কবে আসবে বৃষ্টি 


সাধারণত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১১ জুন। এবার তাই দক্ষিণবঙ্গে বিলম্বে বর্ষা। ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। আবহাওয়াবিদদের এই অনুমান সত্যি হলে দক্ষিণবঙ্গে এবার লেট মনসুনের প্রবল সম্ভাবনা। 

আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী এ বছর আগাম বর্ষা এসেছিল আন্দামান সাগর থেকে শুরু করে কেরল এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছিল নির্ধারিত দিনের ৪ দিন আগে। দক্ষিণবঙ্গে আগামী বুধ-বৃহস্পতিবার এর আগে মৌসুমী বায়ু ঢোকার সম্ভাবনা কম।



  • অস্বস্তি বাড়তে পারে
    আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভার। বৃষ্টির সম্ভাবনা  শনিবার কম। বেলা বাড়লে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে  ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৮.২ মিলিমিটার


  • উত্তরবঙ্গে বর্ষার দাপট
    উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। বাকি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। 

  • দক্ষিণবঙ্গের  আবহাওয়া
    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আগামী কয়েকদিনে পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া উত্তরবঙ্গ জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। কলকাতা সহ বাকি জেলাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি চলবে।