সুনীত হালদার, হাওড়া: বিক্ষোভের দ্বিতীয় দিনে অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়ায় (Howrah News)। তার জেরে এ বার সেখানে আরও কড়া পদক্ষেপ করতে তৎপর হল প্রশাসন। শুক্রবার সকাল থেকে হাওড়ার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির জেরে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার আওতায় এ বার ডোমজুড়, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়ার মতো এলাকায়, জাতীয় সড়ক এবং রেল স্টেশন সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা (Section 144 Imposed)জারি করা হল। একই সঙ্গে সোমবার সকাল পর্যন্ত হাওড়ার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Prophet Remarks Protest)। 


একাধিক জায়গায় ১৪৪ ধারা


শুক্রবার অবরোধ সরাতে গিয়ে বেশ কিছু জায়গায় বিক্ষোভকারীদের হাতে পুলিশের আক্রান্ত হওয়ার খবর মেলে। শুক্রবার রাত থেকে তাই পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। উপদ্রুত এলাকাগুলিতে কড়া পুলিশি টহলদারি চলছে। একই সঙ্গে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনও রকম গুজব ছড়ালে, অশান্তিতে প্ররোচনা জোগানোয় কেউ জড়িত বলে প্রমাণ পাওয়া গেলে, অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে। 


প্রশাসনের তরফে হাওড়ার নাগরিকদের উদ্দেশে বার্তা, বর্তমান পরিস্থিতিতে সমস্ত নাগরিককে প্ররোচনা এবং অশান্তির ঘটনায় জড়িয়ে পড়া থেকে বিরত থাকতে  অনুরোধ জানানো হচ্ছে। আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতার অনুরোধ জানানো হচ্ছে সকলকে। অশান্তিতে কোও রকম ইন্ধন জোগানো বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। 


আরও পড়ুন: Howrah News: ভাঙচুর, অগ্নিসংযোগ, পয়গম্বর বিতর্কে উত্তপ্ত হাওড়া, ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত


শুক্রবার দিনভর অশান্তির পর এ দিনই সন্ধেয় হাওড়া গ্রামীণ এলাকা-সহ সর্বত্র ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আগামী সোমবার সকাল ৬টা অবধি ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে, যাতে গুজব না ছড়ায়, নতুন করে অশান্তি না বাধে। নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই মর্মে নির্দেশ দেওয়া হয়। 


স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বার্তা রাজ্যগুলিকে


অন্য দিকে, পয়গম্বর-মন্তব্যে বিতর্কে রাজ্যে রাজ্যে বিক্ষোভের ঘটনায় সব রাজ্যের পুলিশ প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সীমানাবর্তী এলাকায় বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।