কলকাতা : আজ ভালবাসার দিন । শীতের সঙ্গে শেষ আলিঙ্গন। হঠাতই শহর থেকে শীত প্রায় উধাও হতে বসেছিল। কিন্তু প্রেমের সপ্তাহে ফের শীত জড়িয়ে ধরল শহর কলকাতাকে ! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এটাই এবারের শীতের শেষ পর্যায়। আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। ফলে বজায় থাকবে শীতের আমেজ।
দিন | তাপমাত্রা - Min | তাপমাত্রা - Max | কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া |
---|---|---|---|
14-Feb | ১৫.0 | ২৫.0 | মূলত পরিষ্কার আকাশ |
15-Feb | ১৬.0 | ২৫.0 | মূলত পরিষ্কার আকাশ |
16-Feb | ১৬.0 | ২৫.0 | মূলত পরিষ্কার আকাশ |
অন্যদিকে, কলকাতার টুইন সিটি আজ হাওড়ায় (Howrah District) আজ সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) গতকালের মতোই ১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) ২ ডিগ্রি বেড়ে হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ গড়ে প্রতি ঘণ্টায় ৫ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪১ শতাংশ। আজ দিনের বেশিরভাগ সময়ই ঝলমলে আকাশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে তাপমাত্রা বাড়ল শৈলশহরে। সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি থেকে বেড়ে হল ৪ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা হল ১২ ডিগ্রি।। রবিবারও ছিল একই তাপমাত্রা। ১৪ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ। হাওয়ার গতিবেগ ২ কিলোমিটায়/ঘণ্টা। কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।