সঞ্চয়ন মিত্র, কলকাতা : সকাল থেকে আকাশ মেঘলা। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বর্ষা কবে আসবে ? 
যদিও, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বর্ষা আসতে আরও ২-৩ দিন লাগবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিই দক্ষিণে বর্ষার স্বাভাবিক গতি কেড়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।

এক নজরে দেখে নিন বর্ষার প্রথম ল্যাপে কেমন থাকবে কলকাতার তাপমাত্রা । 

দিন  সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়ার পূর্বাভাস
18-Jun 29.0 34.0 আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি
19-Jun 29.0 33.0 আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি
20-Jun 28.0 33.0 আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও ভারী বৃষ্টি
21-Jun 28.0 32.0 আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
22-Jun 28.0 31.0 আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
23-Jun 27.0 31.0 আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
24-Jun 27.0 30.0 আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি

কোচবিহারে হলুদ সতর্কতা
মানসাই, রায়ডাকের পর এবার কোচবিহারের তোর্সা নদীতে জারি হল হলুদ সতর্কতা। বর্ষার শুরুতেই উত্তরবঙ্গজুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। বাড়ছে বিভিন্ন নদীর জলস্তর। জল বাড়ায় কোচবিহার শহরের কেশব আশ্রম থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তোর্সা নদীর সংরক্ষিত ও অসংরক্ষিত দুই এলাকাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে।