সঞ্চয়ন মিত্র, কলকাতা : বুধবার স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছিল এ শহরের তাপমাত্রা ( Kolkata Temperature ) । ডিসেম্বরের ( December Weather ) প্রাক্কালে পারদ চড়েছিল ২০ ডিগ্রির বেশি। কিন্তু ডিসেম্বরের শুরু থেকেই আশা জাগিয়ে নামল পারদ। গত দু দিনে মোট ৪ ডিগ্রি পারদ-পতন।
কুড়ির নিচে পারদ
বৃহস্পতিবারই কুড়ির নিচে নামে পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার আরও নামল তাপমাত্রা। লক্ষ্মীবারে শহরে ফের শীতের শিরশিরানি। কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
২-৩ দিনে আরও কমতে পারে তাপমাত্রা
আগামী ২-৩ দিনে আরও কমতে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফের শীতের আমেজ ফিরলেও, আপাতত রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই । তবে এই উইকএন্ড যে ঠান্ডার আমেজে মন্দ কাটবে না, তার বলা যায় বটে।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীত
গত বুধবার উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় র আমেজ কার্যত উধাও হয়ে যায় । ধাপে ধাপে ৫ ডিগ্রি বাড়ে তাপমাত্রা। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। কলকাতার পাশাপাশি, জেলাতেও পারদ ঊর্ধ্বমুখী ছিল। সকাল-সন্ধেয় শীতভাবও উধাও হয়ে যায় । আলিপুর আবহাওয়া দফতর তখনই জানায় , শুক্রবার থেকে ফের নামবে তাপমাত্রা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের আমেজ ফিরতে পারে। সেই পূর্বাভাস মেনেই এগোচ্ছে বঙ্গে আবহাওয়া ।
এক নজরে কলকাতার তাপমাত্রা
( Kolkata Weather Update )
Date | Min Temp | Max Temp | Weather | |
02-Dec | 18.0 | 30.0 | Mainly Clear sky | |
03-Dec | 17.0 | 29.0 | Mainly Clear sky | |
04-Dec | 17.0 | 29.0 | Mainly Clear sky | |
05-Dec | 17.0 | 28.0 | Mainly Clear sky | |
06-Dec | 18.0 | 28.0 | Mainly Clear sky | |
07-Dec | 18.0 | 28.0 | Mainly Clear sky | |
08-Dec | 17.0 | 29.0 | Mainly Clear sky |
city.imd.gov.in থেকে প্রাপ্ত তথ্য অনুসারে