সঞ্চয়ন মিত্র, কলকাতা : কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা।


পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া
দক্ষিণবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিকেলের পর থেকে। বৃহস্পতি শুক্রবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আশা  এটুকুই, গরম বাড়লেও স্বস্তি এনে দেবে ধারাপাত। স্বস্তির বৃষ্টিতে ভিজবে শহর। 


উত্তরবঙ্গে  আজ আবহাওয়া কেমন


উত্তরবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।


পশ্চিম মৌসুমি বায়ু বেশ কিছুটা এগিয়েছে
অনুকূল পরিবেশ থাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বেশ কিছুটা এগিয়েছে। আরব সাগরের অনেকটা অংশে এবং মধ্য বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী চার-পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস 27শে মে কেরল পৌঁছবে মৌসুমী বায়ু।






কলকাতার বিভিন্ন জায়গায় শুরু বৃষ্টি
দুপুরেই নামল আঁধার । বেলা গড়াতেই কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, অনুকূল পরিবেশ থাকায় মধ্য বঙ্গোপসাগর ও আরব সাগরের অনেকটা ভিতরে ঢুকেছে মৌসুমী বায়ু। শুক্রবার তা কেরলে পৌঁছবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।