সঞ্চয়ন মিত্র, কলকাতা : সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়। তবে কি ভরা বর্ষার দিন শুরু হয়ে গেল ? কী বলছে আবহাওয়া দফতর ?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের ৫ জেলায়।
আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানালেন, দক্ষিণবঙ্গের জন্য বর্ষা এখন দুর্বল। আগামী ৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এক নাগাড়ে বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,
- আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ৫ জেলায়।
- দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- রবিবার ও সোমবার নাগাদ বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
- ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় বেশকিছু জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।
দিন সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ
তাপমাত্রাকেমন থাকবে আগামী কদিন আবহাওয়া 24-Jun 26.0 34.0 মেঘলা আকাশ, এক-দু পশলা বৃষ্টি 25-Jun 26.0 33.0 মেঘলা আকাশ, এক-দু পশলা বৃষ্টি , কোথাও কোথাও ভারী বৃষ্টি 26-Jun 26.0 33.0 মেঘলা আকাশ, এক-দু পশলা বৃষ্টি , কোথাও কোথাও ভারী বৃষ্টি 27-Jun 26.0 33.0 মেঘলা আকাশ, এক-দু পশলা বৃষ্টি , কোথাও কোথাও ভারী বৃষ্টি 28-Jun 27.0 34.0 আংশিক মেঘলা আকাশ 29-Jun 27.0 34.0 আংশিক মেঘলা আকাশ