গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনীভূত নিম্নচাপ। সক্রিয় মৌসুমী অক্ষরেখা।আজও আকাশের মুখ ভার, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং অমাবস্যার জোড়া ফলায় উত্তাল সমুদ্র। সুন্দরবন ও গঙ্গাসাগরে প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হচ্ছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটক ও পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগরে সমুদ্র-স্নানে নিষেধাজ্ঞা জারি করে মাইকে প্রচার করা হচ্ছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং অমাবস্যার জোড়া ফলায় উত্তাল গঙ্গাসাগরের সমুদ্র। সপ্তাহ জুড়ে চলছে বৃষ্টি। আজ সকাল থেকেও চলছে বৃষ্টি এবং কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। সকাল থেকে প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইবে। উত্তাল সমুদ্র এবং নদী। প্রশাসনের তরফে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করে পুণ্যার্থীদের সমুদ্রে স্নানের জন্য নামতে নিষেধ করছেন।
আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়া
সূত্র: IMD
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের রবিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে। উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবারের পর বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে।