কলকাতা: জ্বালাপোড়া গরমের মধ্যে স্বস্তির খবর (Weather Update)। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এমনকী বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়াও। ঝড়-বৃষ্টিতে বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদও নামতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস। সকাল থেকে দুপুর পর্যন্ত আজও কাল গরম ও অস্বস্তি থাকবে। পশ্চিমের পাঁচ জেলায় গরম ও অস্বস্তি বেশি। বিকেল ও রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
18.05.25: পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। জারি করা হয়েছে কমলা সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির হতে পারে।
19.05.25: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জারি করা হয়েছে ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
20.05.25: পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে।
21.05.25: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আবহাওয়া। ভারী বৃষ্টি ওপরের পাঁচ জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি সব জেলাতেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। সোমবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট বেশি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। এই জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতেও।
18.05.25: জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
19.05.25: মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী ব-ষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
20.05.25: কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুরে। এছাড়াও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।