কলকাতা: ফের বাংলার আকাশে দুর্যোগের মেঘ। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আজ উপকূলের জেলাগুলিতে প্রবল বর্ষণ হতে পারে। সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরের দুই জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্বাভাস পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।
শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে।
শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের পূর্বাভাস।
রবিবার পশ্চিমের জেলাগুলিতে মূলত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পূর-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়া
সূত্র: IMD Kolkata
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে।
জলপাইগুড়ি জেলায় শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে।
শনিবার ও রবিবার ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা মালদা ও দক্ষিণ ২৪ পরগনা। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোনও কোনও জায়গায় হতে পারে।