সঞ্চয়ন মিত্র, কলকাতা : ক্রমশ বাড়ছে তাপমাত্রা (Temparature on Rise)। যা আরও বাড়বে বলেই আশঙ্কা। নতুন বছরের শুরুর দিনে তাপপ্রবাহ (Heatwave) হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department)। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি। কোনও কোনও জেলায় আরও বেশি ! পয়লা বৈশাখ (Bengali New Year) পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। 


জানা যাচ্ছে, রাজ্যে দুই পর্যায়ে বাড়বে তাপমাত্রা। ১০ এপ্রিল পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সোমবারের পর রাজ্যের ৬-৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার ও  বেশি থাকতে পারে তাপমাত্রা। ১৫ ই এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।


নববর্ষে তাপপ্রবাহের পূর্বাভাস


চৈত্র শেষে কাঠফাটা গরম। শনিবার পর্যন্ত লাগাতার বাড়বে তাপমাত্রার পারদ। চৈত্রের শেষ দিন ও নববর্ষে তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।আবহাওয়াবিদরা বলছেন, শনিবার পর্যন্ত হু হু করে বাড়বে তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি হতে পারে। বৃহস্পতিবারও গনগনে গরমের আঁচ পেয়েছে বঙ্গবাসী।গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে যা পৌঁছেছিল ৩৭.৬ ডিগ্রিতে। বাঁকুড়ার তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে এদিন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের মালদাতেও তাপমাত্রা পৌঁছয় ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। 


সম্ভাবনা নেই বৃষ্টির


আবহাওয়াবিদরা বলছেন, গরম বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে না। তবে সমস্যা ও শারীরিক অসুস্থতা এড়াতে বেশি করে জল খাওয়া ও সুতির জামা পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতেও নিষেধ করছেন তাঁরা। ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম।


যদিও দার্জিলিং ও কালিম্পং-এ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে সামগ্রিকভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। ক্রমশ বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের মালদা তে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।


আরও পড়ুন- সাহারা মরুর গরম ভারতে ! ভয়ঙ্কর তাপপ্রবাহের ইঙ্গিত দেশে