Heat Wave : সাহারা মরুর গরম ভারতে ! ভয়ঙ্কর তাপপ্রবাহের ইঙ্গিত দেশে

৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) এ বছরও তাপমাত্রা ছুঁতে পারে। 

Heat Wave : সাহারা মরুর গরম ভারতে ! ভয়ঙ্কর তাপপ্রবাহের ইঙ্গিত দেশে

1/10
আরও তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত দেশে। মার্চেই গরম (Heat) বেড়েছে অনেকটা। এপ্রিল-জুন-জুলাইয়ে আরও গরম বাড়তে চলেছে দেশে, এমনটাই পূর্বাভাস।
2/10
কাঠফাটা গরমে বাঁচাই দুষ্কর হয়ে উঠতে পারে। ১৯০১-এর পর থেকে ভারতে উষ্ণতম ফেব্রুয়ারি এ বছরেই। তবে আগামী সপ্তাহগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, মৌসম ভবন।
3/10
গত বছরেও রেকর্ড গরম পড়েছিল। যার জেরে ফসলের অত্যন্ত ক্ষতি হয়েছিল। ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) এ বছরও তাপমাত্রা ছুঁতে পারে। 
4/10
ভারতের জলবায়ু নিয়ে গবেষণা করছেন রিডিং বিশ্ববিদ্যালয়ের একজন জলবায়ু বিজ্ঞানী কিয়েরান হান্ট। তিনি বলেছেন, এই তাপমাত্রার কারণ হল বায়ুমণ্ডলীয় চাপ এবং আর্দ্রতার বাড়বাড়ন্ত। ভারতে এবার সাহারায় সাধারণত যে গরম পড়ে, তেমন তাপমাত্রা ছুঁতে পারে। 
5/10
বিশ্বব্যাঙ্ক ভারতকে সতর্ক করেছে। ভারতের মতো দেশে সহনীয় তাপমাত্রা ৩৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু এবার তা বাড়তে পারে অকল্পনীয়ভাবেই।
6/10
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৩ মাস গরমে মানুষের সমস্যা হতে পারে। ভারতের অনেক এলাকায় তাপমাত্রা আগের বছরের তুলনায় বেশি হওয়ার আশঙ্কা রয়েছে
7/10
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, উত্তর-পূর্ব, পূর্ব এবং মধ্য ভারতের পাশাপাশি উত্তর-পশ্চিম অঞ্চলের তাপমাত্রা মার্চ থেকে গড় তুলনায় বাড়বে।
8/10
আগামী তিন মাসে ভারতে তাপের কারণে জনজীবন ব্যাহত হবে। তাপপ্রবাহের প্রভাব দেশের অনেক জায়গায় দেখা যাবে, বিশেষ করে দক্ষিণ ভারত, মধ্য ভারতের কিছু অংশ, পশ্চিম ভারত এবং উত্তর ভারতে।
9/10
আগামী ৩ মাসে দিনের বেলায় প্রচণ্ড তাপ থাকবে, তাই রাতের তাপমাত্রাও গড়ে বেশি থাকবে বলে আশা করা হচ্ছে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালার কিছু এলাকায় প্রচণ্ড গরমের সম্ভাবনা রয়েছে।
10/10
দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ-পশ্চিম রাজস্থান, ওডিশা, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর কিছু অংশ এবং গুজরাট, মহারাষ্ট্র এবং কেরালার বেশিরভাগ অংশে সর্বাধিক তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস।
Sponsored Links by Taboola