সঞ্চায়ন মিত্র, কলকাতা: পূর্বাভাস ছিলই। সেই মতোই আজ সকাল হতেই আরও একটু বাড়ল তাপমাত্রা (Temperature)। জেলায় জেলায় কিছুটা কমল শীতের আমেজ। আবহাওয়া দফতর সূত্রে খবর কলকাতা সংলগ্ন এলাকায় দুপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে। পশ্চিমের ও উপকূলের ছয় জেলাতে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে পার্বত্য জেলাতেও। তাপমাত্রা ওঠানামার মাঝেই রাজ্যে হেমন্তের পরিবেশ বজায় থাকবে।


পাশাপাশি দক্ষিণবঙ্গে (Southbengal) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীতের আমেজ উধাও হবে। হেমন্তের আবহাওয়ায় এই তাপমাত্রার ওঠানামা চলবে আগামী বেশ কিছুদিন। তবে আগামী মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কমতে পারে বলতে ইঙ্গিত। পুবের হাওয়া চলবে আগামী কয়েক দিন। সঙ্গে রাজ্যে ঢুকবে জলীয় বাষ্প। তাই আগামী কয়েকদিন উপকূল ও তার সংলগ্ন জেলাগুলিতে কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও তাপমাত্রা নামতে পারে।                   


অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত ভারী বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। তবে আজ ও আগামীকাল খুব হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং- এর (Kalimpong) কিছু এলাকায়। বাতাসে ক্রমশ  জলীয় বাষ্প কমবে।                                                                     


উল্লেখ্য, কলকাতায় রাতের তাপমাত্রাও বেড়েছে। আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া বজায় থাকবে। বেলা বাড়লে সামান্য গরম ও জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে। আজ কলকাতায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।


আরও পড়ুন: Suvendu Adhikari:'রেশন বণ্টন দুর্নীতি হিমশৈলের চূড়ামাত্র', কাদের নিশানায় রাখলেন শুভেন্দু ?