সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে প্রবল বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত (Rainfall) ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
কোথায় কোথায় সতর্কতা:
- হাওড়া
- হুগলি
- নদিয়া
- পূর্ব মেদিনীপুর
- পূর্ব বর্ধমানের একাংশেও কিছুক্ষণের মধ্যে ঝড়ের পূর্বাভাস।
ইতিমধ্যেই ঝড়:
হুগলি জেলায় ইতিমধ্যেই ঝড়ের দাপট দেখা গিয়েছে। মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড পাঁশকুড়া। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি।
আগে থেকেই দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবানার কথা বলা হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। দমকা ঝোড়া হাওয়া বওয়ারও পূর্বাভাস ছিল। উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, অনুকূল পরিবেশ থাকায় মধ্য বঙ্গোপসাগর ও আরব সাগরের অনেকটা ভিতরে ঢুকেছে মৌসুমী বায়ু। আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ুর হাত ধরে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছবে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের। বর্ষা এগোচ্ছে। অনুকূল পরিবেশ আরব সাগর এবং বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তরের অনুমান নির্ধারিত দিন ১ জুন এর আগেই কেরল অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে বর্ষা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। বেশ কিছু এলাকায় কালবৈশাখিও হয়েছে। কিন্তু তাতেও গরম কমছে না। স্বস্তি মিলছে না। ভ্যাপসা গরম, ঘাম থেকে রেহাই মিলছে না। এর থেকে স্বস্তির আশ্বাস দিচ্ছেও না, আবহাওয়া দফতর ( Alipore Weather Office) । গরম থেকে স্বস্তি দিতে পারছে না ক্ষণিকের বৃষ্টি। দিনভর বজায় থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি।
উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে:
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আরও পড়ুন; একের পর এক বিতর্কের মুখে অপসারিত নির্মল মাজি, দায়িত্বে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক-চিকিৎসক