Weather Update: বৈশাখের শুরুর কয়েকদিন বঙ্গে সেভাবে তাপমাত্রা বৃদ্ধি না পেলেও, এবার পারদ চড়ার (Temperature Increase) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (IMD Kolkata) দফতর। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী চারদিনের মধ্যে দিনের সর্বোচ্চ (Weather Forecast) তাপমাত্রা ধাপে ধাপে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারপরের তিনদিন তাপমাত্রায় সেভাবে হেরফের হবে না। বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। 

Continues below advertisement

তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধাপে ধাপে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারপরের তিনদিন সেভাবে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। 

অর্থাৎ উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আগামী কয়েকদিন তাপমাত্রা ভালই বৃদ্ধি পাবে। ঝড়বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই। কয়েক জেলায় মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, বইতে পারে ঝোড়ো হাওয়া। আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। রোদের তেজে, গরমের তাপে, তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা হবে মানুষের। বৈশাখের শুরুর দিক থেকেই পারদ যে বেশ ভালভাবেই চড়বে সেই আভাসই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আজ ২০ এপ্রিল, ২০২৫ - কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা। কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের পর, কিংবা সন্ধ্যার দিকে। সোমবারও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে তারপর থেকে সারা সপ্তাহ জুড়ে আকাশ পরিষ্কার থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী কয়েকদিন। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 

তাপমাত্রা একধাক্কায় অনেকটা বাড়তে চলেছে। ফলে হিটস্ট্রোকের সম্ভাবনা রয়েছে। সুস্থ থাকতে কয়েকটি নিয়ম মেনে সতর্ক থাকা জরুরি। যাঁরা বাড়ির বাইরে বেরোবেন সঙ্গে অবশ্যই নিন ছাতা, সানগ্লাস, জলের বোতল। পারলে সুতির কাপড় দিয়ে মুখ ঢেকে বেরোন। রোদের তেজ কিছুটা হলেও আটকানো সম্ভব হবে। সারাদিন পরিমিত পরিমাণে জল খেতে হবে। শরীর ঠান্ডা থাকবে এরকম খাবার খাওয়া উচিৎ। নাহলে সমস্যা বাড়বে।