বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।


সেই লক্ষ্যেই এই দুই জেলার (Two Districts) দৈনন্দিন আবহাওয়ার আপডেট (Daily Weather Update) দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।


আরও পড়ুন ; পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি, কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস?


দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী-


সর্বোচ্চ তাপমাত্র- ৩৪ ডিগ্রি সেলসিয়াস


সর্বনিম্ন তাপমাত্রা- ২৬ ডিগ্রি সেলসিয়াস


আবহাওয়ার প্রকৃতি- আকাশ পরিষ্কার হবে


বাতাস- ৮ কিমি/ঘণ্টায়


আর্দ্রতা - ৭২ শতাংশ


সূর্যোদয়- ৫টা ২৫ মিনিটে


সূর্যাস্ত- ৫টা ৩৯ মিনিটে


দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -


সর্বোচ্চ তাপমাত্র- ৩০ ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত মেঘ। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১ কিমি।


বঙ্গের আবহাওয়া-


মহালয়ার আগেই অসুর সেজে হাজির বৃষ্টি। একের পর এক নিম্নচাপ! আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার জেরে মঙ্গলবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি।


উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে শুক্রবার কার্শিয়ঙের রঙটঙের কাছে দার্জিলিং পাহাড়ে ধস নামে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। ধসের জেরে বন্ধ ৫৫ নম্বর জাতীয় সড়কের একাংশ। পুজোর মুখে টয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন ব্যবসা মার খাওয়ার আশঙ্কা। 


এদিকে, শনিবার কয়েকঘণ্টার বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় চরম ভোগান্তি পড়ে সাধারণ মানুষ। এবার পুজোয় ভিলেন হবে না তো বৃষ্টি? সেটাই এখন বড় প্রশ্ন বঙ্গবাসীর। 


আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?


বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
 নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।