সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তর বঙ্গোসাগরের মাঝ বরাবর সুস্পষ্ট নিম্নচাপ ( Depression ) অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । এই নিম্নচাপ ক্রমশ সরে যাবে উত্তর-পশ্চিম দিকে। সেই অভিমুখে অগ্রসর হয়ে সোমবারই তা গভীর নিম্নচাপে ( Deep Depression ) পরিণত হওয়ার কথা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে এসেছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, পাতিয়ালা, গোরক্ষপুর, গয়া ,বাঁকুড়া, দিঘা ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত।


আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি বুধবার পর্যন্ত। ওড়িশা ও উপকূল সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ। কখনও আবার পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি হবে।
 
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আপাতত দু-তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোনও জেলাতেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তখন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে। 

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশ। 

এক নজরে দেখে নেওয়া যাক আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে ? 
সূত্র : https://city.imd.gov.in/ 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
31-Jul 27.0 33.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
01-Aug 26.0 31.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
02-Aug 26.0 31.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
03-Aug 27.0 32.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
04-Aug 28.0 34.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
05-Aug 28.0 34.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm