কলকাতা: কমছে শীতের আমেজ। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। শীতের পথে ফের কাঁটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ফের চড়ছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বুধ থেকে শুক্র - বৃষ্টি হতে পারে কলকাতায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস।
গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
উল্লেখ্য, সারা দেশেই গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। একদিকে, যেখানে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাত চলছে, সেখানে হরিয়ানা ও দিল্লি-জাতীয় রাজধানী অঞ্চল সহ সমগ্র উত্তর ভারতে টানা বৃষ্টি হচ্ছে। পাহাড়ে তুষারপাত ও বৃষ্টি উত্তর ভারতে ঠাণ্ডার দাপট বাড়িয়েছে।
কাশ্মীরে ভারী তুষারপাতের কারণে স্থানীয়দের সমস্যার মুখে পড়তে হচ্ছে। বেশিরভাগ এলাকাতেই চলছে তুষারপাত। পরিস্থিতি এমনই যে লোকজন কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন। রাস্তাঘাট বরফে ঢাকা। বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে পড়েছে।
বেশ কিছু উড়ানও বাতিল করতে হয়েছে। আবহাওয়া অফিস আগামী ১২ ঘণ্টার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।
পশ্চিমী ঝঞ্ঝার শীতের এই মরশুমে সবচেয়ে বেশি সক্রিয়। রাজধানী দিল্লিতে ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। তাপমাত্রা দিনে ও রাতে প্রায় সমান ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১৩-১৪ জানুয়ারি ন্যূনতম তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বায়ুর গুণমানও ভালো রয়েছে।
হিমাচল প্রদেশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বিহার ও ঝাড়খণ্ডেরর কিছু অংশে, ওড়িশা ও তেলঙ্গনার কোনও কোনও স্থানে বৃষ্টি হতে পারে।