অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস ছিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। 


ঘূর্ণাবর্ত রয়েছে অসম, ওড়িশা, মধ্য-মহারাষ্ট্র এবং পঞ্জাবে। মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, হিসার, আগ্রা, প্রয়াগরাজ, ডালটনগঞ্জ, রাঁচি, দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 


দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টি?
শুক্রবার মেঘলা আকাশ ছিল, রিমঝিম বৃষ্টি হয়েছে। দু'এক পশলা মাঝারি বৃষ্টিও হয়েছে। এই বৃষ্টি চলবে ৪৮ ঘণ্টা। শনিবার, বেশ কিছু জেলায় এদিনের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রয়েছে।


শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের।


শুক্রবার ও শনিবার এই দুই দিন গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ক্রমশ বৃষ্টি কমে আসবে। ১৭ জুলাই থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারেনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।


উত্তরবঙ্গে কেমন আবহাওয়া?
সিকিম, ভুটান, অসম, মেঘালয়ে প্রবল বৃষ্টির (Heavy rain) সতর্কতা রয়েছে। এর ফলে দুর্ভোগে পড়বেন উত্তরবঙ্গের নীচু এলাকার বাসিন্দারা। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। নিচের দিকের তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার পর থেকেই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমতে থাকবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। 


কলকাতা:
কলকাতায় (Kolkata Weather Update) অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনার কথা এখনও জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ভোগান্তি হবে। শহরে মূলত মেঘলা আকাশ। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৪০.৪ মিলিমিটার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:'এবার কেন্দ্রের সরকার কিন্তু...', মুম্বই থেকে মমতার কথায় কীসের ইঙ্গিত?