কমলকৃষ্ণ দে, খণ্ডঘোষ: প্রাইমারি স্কুলের এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ গণধোলাই দেওয়া হল ওই স্কুলেরই এক শিক্ষককে। খবর পেয়ে তাকে উদ্ধার করে গ্রেফতার করার জন্য পুলিশ গেলে তাদের ওপরই চড়াও হয় মারমুখী জনতা। পরে আক্রমণ চালানোর অভিযোগে ১০ জনকে গ্রেফতারের পাশাপাশি অভিযুক্ত শিক্ষককেও গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে ঘটা এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনাও ছড়িয়েছে।
আরও পড়ুন: Burdwan News: ছেলেধরা সন্দেহে নাবালিকা সহ ২ জনকে বেধড়ক মারধর, তীব্র উত্তেজনা বর্ধমানে
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের একটি প্রাইমারি স্কুলে ক্লাস ফোরের এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে। তার সঙ্গে হওয়া আচরণের কথা বাড়িতে গিয়ে জানায় ওই নাবালিকা। এরপর তার পরিবারের সদস্যরা ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের একাংশকে নিয়ে স্কুলে পৌঁছে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্ত শিক্ষককে ধরে বেধড়ক মারধর করতে শুরু করেন। যার খবর পেয়েই ওই স্কুলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন খণ্ডঘোষ থানার পুলিশ কর্মীরা। কিন্তু, তাঁদের ওপরও চড়া হয় গ্রামবাসীরা। পুলিশকে লক্ষ্য করে লাগাতার ইট ছোঁড়ার পাশাপাশি তাদের গাড়িও ভাঙচুর করা হয়। এমনকী পুলিশ কর্মীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন অনেকে। এই ঘটনার ফলে কয়েকজন পুলিশকর্মী জখম হন। পরে আরও বেশি পুলিশ কর্মী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি তাঁদের ওপর হামলা চালানোর অভিযোগে ২ মহিলা সহ মোট ১০ জনকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, ওই প্রাইমারি স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তুমুল গণ্ডগোলের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যাওয়া হয়েছিল। কিন্তু, জনতার একাংশ আচমকা মারমুখী হয়ে পুলিশের ওপরই চড়াও হয়। তাদের গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। যার জেরে গাড়ির কাঁচ ভাঙার পাশাপাশি কয়েকজন পুলিশ কর্মী জখম হন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।