কলকাতা: বিকেলের পর থেকে রাজ্যে আর কোথাও তাপপ্রবাহ হবে না। বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার রাজ্যজুড়ে হবে বৃষ্টি। আজও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে লোডশেডিং বেড়েছে, দায়ী মানুষের অসচেতনতা, মন্তব্য বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের।
প্রখর দহনে স্বস্তির খবর। কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি হবে উত্তরেও, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। জ্বালাপোড়া গরম থেকে সামান্য় স্বস্তি। শুক্রবার ভোরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। ডুয়ার্সের একাধিক এলাকায় ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি। মালবাজার, নাগরাকাটা, চামুর্চি এলাকায় ব্য়াপক ঝড়-বৃষ্টি হয়। আবহাওয়া দফতর বলছে, শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। কিছু অংশে চলবে তাপপ্রবাহ। অন্য়দিকে কিছু অংশে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টি হবে। শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের সতর্কতা থাকবে না। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর টানে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। অন্যদিকে উত্তর-পশ্চিমের শুকনো ও গরম বাতাস এই দুইয়ের সংঘাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। মূলত উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। অন্য়দিকে, উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে আর সেই কারণেই পার্বত্য এলাকায় বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরের পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে। শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের সব জেলায়। কলকাতায় রবিবার এবং সোমবার দুদিনই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু বৃষ্টি নয়, দমকা ঝড় হাওয়া বইবে। তবে কিছুক্ষণের জন্য এই বৃষ্টিতে পুরোপুরি স্বস্তি ফিরবে না। শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূমে শুক্রবারও তাপপ্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুরেও প্রবল তাপপ্রবাহ। গত ৩দিন টানা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে বাঁকুড়ার তাপমাত্রা। বৃহস্পতিবার মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঁকুড়ায়। ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পানাগড়ে ৪৩.৯ ডিগ্রি, শ্রীনিকেতনে ৪৩.৬ ডিগ্রি, উত্তরবঙ্গের মালদাতেও রেকর্ড। ৪২.১ ডিগ্রি। রাজ্যের ২০টি জায়গায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর ছিল তাপমাত্রা। এই অবস্থায় বৃষ্টি এলেও এখনই গরম থেকে কতটা স্বস্তি মিলবে, তা নিয়ে সন্দেহে আবহবিদরা।
আরও পড়ুন: North 24 Parganas Weather: জ্বালাপোড়া গরম থেকে সামান্য় স্বস্তি, দিনভর মেঘলা আকাশ উত্তর ২৪ পরগনায়