কলকাতা: গোটা বাংলাতেই সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (South West Monsoon)। রাজ্যের নানা জেলায় বৃষ্টি হয়েছে বুধবার। একাধিক এলাকায় ভারী বৃষ্টিও (Heavy Rainfall) দেখা গিয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার পরিস্থিতি?


IMD কলকাতার তরফে X হ্যান্ডেলে যে তথ্য দেওয়া হয়েছে- তাতে দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের কপালে আপাতত বৃষ্টি (Heavy Rain in North Bengal) থাকছে। কিন্তু দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির পরিমাণ কমেছে গত কয়েকদিনের তুলনায়। 


উত্তরবঙ্গ:
আগামীকাল অর্থাৎ ৪ জুলাই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কিছু কিছু এলাকায় ভারী থেকে অতিভারী (Heavy to very Heavy Rainfall ) বৃষ্টি হতে পারে। ওই এলাকাগুলিতে কমলা সতর্কতা (Orange Warning) জারি করা হয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওই এলাকায় হলুদ সতর্কতা (Yellow Warning) জারি করা হয়েছে।   


৫ জুলাই অর্থাৎ শুক্রবার ভারী থেকে অতিভারী (Very heavy rainfall) বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু এলাকায়। ওই এলাকাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। উত্তর দিনাজপুরের এক-দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।


দক্ষিণবঙ্গ:
উত্তরের তুলনায় দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। ৪ জুলাই বৃহস্পতিবার, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার একটি-দুটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রয়েছে হলুদ সতর্কতা। বাকি কোথাও বৃষ্টির পূর্বাভাস তেমন একটা নেই। 


আবহাওয়া দফতরের তরফে যা তথ্য় দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন কোনও বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা নেই। এখনও পর্যন্ত যা আবহাওয়ার পরিস্থিতি তাতে ৭ জুলাই- রবিবার একেবারে উত্তরের পাহাড় এলাকা এবং লাগোয়া তরাই-ডুয়ার্সের জেলা ছাড়া গোটা বাংলার কোনও জেলায় খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই।


 










আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'ঘরে ফিরছি...আপনাদের চাই', বিশ্বজয় উদযাপনে সবাইকে ডাকলেন রোহিত, কবে? কোথায়? কখন?