কলকাতা: তাঁর নেতৃত্বে স্বপ্ন সফল হয়েছে তামাম ভারতবাসীর। দশক পেরিয়ে ফের টি২০-তে (T20 World Cup) বিশ্বসেরার খেতাব জিতেছে ভারতীয় দল। মাঠে রোহিতদের (Rohit Sharma) বাঁধভাঙা উচ্ছ্বাস দেখেছে তামাম বিশ্ব। কিন্তু ঘরের লোকদের সঙ্গেই আনন্দ ভাগ করে নেওয়া হয়নি তো। এবার দেশে ফিরে (home coming) সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চাইছেন রোহিতরা। আর সেকারণেই নিজেই X হ্যান্ডেলে একটি আবেদন করলেন ২০২৪-এ বিশ্বজয়ী ভারতীয় টি২০ টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা।


তাঁর ট্যুইটে তিনি লিখেছেন, 'আমরা এই বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে উপভোগ করতে চাইছি। তাই চলুন এই জয় উদযাপন করতে মেরিন ড্রাইভ (Marine drive) এবং ওয়াংখেড়েতে Victory parade-এ (T20 World Cup victory parade) চলে আসুন। ৪ জুলাই বিকেল ৫টা থেকে।'


 






বিশ্বজয়ী ভারতীয় টি২০ ক্রিকেট দলকে সম্বর্ধনা দিতে ঢালাও আয়োজন শুরু হয়েছে। বৃহস্পতিবার একটি শোভাযাত্রা হবে মুম্বইয়ের নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত। তারপর স্টেডিয়ামে সম্বর্ধনা দেওয়া হবে ভারতীয় দলকে।


BCCI সেক্রেটারি জয় শাহ তাঁর X হ্যান্ডেল থেকেও এই শোভাযাত্রার বিষয়ে লিখেছেন। টি২০ বিশ্বকাপ জয়ের উদযাপন করতে এই শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন।


 






কবে ফিরছেন রোহিতরা?
ভোর ৬টায় দিল্লিতে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামছেন রোহিতরা। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা। তারপরই উড়ে যাবেন মুম্বইয়ে। সেখান থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন তাঁরা। ১ কিলোমিটারের শোভাযাত্রার পরে সেখানেই তাঁদের সম্বর্ধনা দেওয়া হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কবে শুরু হচ্ছে অ্যামাজনের প্রাইম ডে সেল? ক্রেতাদের জন্য কী কী সুযোগ-সুবিধা থাকছে?