অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রবিবার ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির (Weather Update) সম্ভাবনা নেই বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে বুধবার থেকে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কাল থেকে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। উইকেন্ড থেকেই আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া হবে। পার্বত্য কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। সপ্তাহের মাঝে বুধবার থেকে ফের হালকা বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টি হবে কয়েকটি জেলার কিছু অংশে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: এখনও স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। কোথাও কোথাও ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেশি। আগামী তিন-চার দিনে স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার মতো পরিস্থিতি তৈরি হবে দু এক জায়গায়। কাল শনিবার থেকে জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে; তেমনি বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
আগামী কয়েকদিনের আবহাওয়া
|
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকবে বুধবার থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি তো বটেই মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়া। আগামী দু-তিন দিনে কোচবিহার ও জলপাইগুড়ির কিছু অংশে শুষ্ক আবহাওয়ার প্রভাব বাড়বে।
কলকাতার আবহাওয়া: সকালের দিকে সামান্য কুয়াশা তৈরি হতে পারে কোথাও কোথাও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। কমবে আর্দ্রতা জনিত অস্বস্তিও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।