সঞ্চয়ন মিত্র, কলকাতা: পারদ সামান্য উঠলেও, শহরজুড়ে শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ। তবে এই ক’দিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকলেও বজায় থাকবে শীতের আমেজ।               


আংশিক মেঘলা আকাশের জেরে কুড়ি ডিগ্রি ছাড়ালো কলকাতার তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রাও বেড়েছে। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে গেলেও শীতের আমেজ থাকবে রাজ্যে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর।                                       


কবে থেকে জাঁকিয়ে শীত পড়তে পারে? 


হাওয়া অফিসের তরফে জানান হয়েছে,  বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে নামবে পারদ। উত্তর পশ্চিমের বাতাস থাকবে। রাজ্যে জুড়ে শীতের আমেজ বজায় থাকবে। মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আপাতত।                            


আরও পড়ুন, মেয়ের মৃত্যু নিয়ে পুলিশি ‘নিষ্ক্রিয়তার’ প্রতিবাদ, থানায় বিক্ষোভ মা-বাবার


কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রা।গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ। তবে এই ক’দিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকলেও বজায় থাকবে শীতের আমেজ।                                                        


গত কয়েক দিনে তাপমাত্রার পরিবর্তনে জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ দেখা যাচ্ছে শিশু থেকে বয়স্কদের। এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। আপাতত কোনও কোনও জেলায় শীতের আমেজ সামান্য কমবে। তবে আগামী সপ্তাহে আরও একটু নীচে নামতে পারে পারদ।