সঞ্চয়ন মিত্র, কলকাতা : বইছে উত্তুরে হাওয়া। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেই শীতের আমেজ (Winter in West Bengal) ফিরবে। আগামী কয়েকদিন জেলায় জেলায় পরিষ্কার আকাশ। আরও নামবে তাপমাত্রা। হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা এবার নিম্নমুখী। আগামী বুধবারের মধ্যে আরও তাপমাত্রা কমতে পারে বলেই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department)।

চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বুধবারের মধ্যে। সবমিলিয়ে কালীপুজোর আগেই গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বেশ ভাল ভাবেই মালুম হতে চলেছে শীতের রেশ।

দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও (Winter in North Bengal) ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটা বেড়েছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই (No Rain Prediction)। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে।

কলকাতায় পরিষ্কার আকাশ (Kolkata Weather)। কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের আমেজ। বইছে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। আজ ও কালের মধ্যে আরও কিছুটা নামবে পারদ। সকালে ও সন্ধ্যায়  থাকবে শীতের আমেজ। চলতি সপ্তাহে কুড়ি ডিগ্রির ঘরে নামবে কলকাতা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক।

এদিকে,  নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে মঙ্গলবার। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ এবং মুজাফফরাবাদে। মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। যার পরে উত্তর ভারত ও ক্রমে বঙ্গের তাপমাত্রা আরও কমারই সম্ভাবনা। 

                                                                               

Weather Forecast
Date Min Temp Max Temp Weather
         
07-Nov 21.0 31.0
Mainly Clear sky
08-Nov 20.0 30.0
Mainly Clear sky
09-Nov 21.0 30.0
Mainly Clear sky
10-Nov 21.0 31.0
Mainly Clear sky
11-Nov 21.0 31.0
Mainly Clear

 

আরও পড়ুন- অভিষেককে হারাতে ঐক্যবদ্ধ বিরোধীরা, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে নৌশাদকে নামানোর পরিকল্পনা