কলকাতা: অসহ্য গরম থেকে অবশেষে স্বস্তির পূর্বভাস। বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। ৫দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের (North Bengal) ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। এ সপ্তাহেই দক্ষিণবঙ্গে (South Bengal) আসছে বর্ষা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)। বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। তার হাত ধরেই বিলম্বে হলেও দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। তবে এরইমধ্যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  


মালদার আবহাওয়া: ১৩ জুন মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।


বাঁকুড়ার আবহাওয়া: আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। 


উত্তর ২৪ পরগনার আবহাওয়া: আজ, ১৩ জুন উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬১ শতাংশ। হাওয়ার গতিবেগ ২৭ কিলোমিটায়/ঘণ্টা। গতকাল, ১২ জুন উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৩ শতাংশ। হাওয়ার গতিবেগ ২৬ কিলোমিটায়/ঘণ্টা।


পূর্ব মেদিনীপুরের আবহাওয়া: আজ সোমবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যদিও অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। এদিন UV Index- ১৩ এর আশেপাশে রয়েছে। আজ পূর্ব মেদিনীপুর জেলায় দিনের বেলার পারদ ঊর্ধ্বমুখী হবে। মাঝে মাঝে মেঘে ঢাকা পড়বে সূর্য। কিন্তু গরম কমবে না। দিনের বেলায় ভোগাবে গরম। বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। এদিন জেলায় হাওয়ার গতিবেগ ১৯ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। দক্ষিণ দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ ৩৩-৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি উঠবে না। রাতের দিকে তাপমাত্রা কমে যাবে অনেকটা। (Weather forecast of Purba Medinipur-Digha) এদিন আকাশ মেঘলা থাকায় অস্বস্তি থাকবে। জেলায় এদিন বিকেলের পর বৃষ্টিপাতের ভালরকম সম্ভাবনা রয়েছে। বিকেলের পর বজ্রপাতেরও পূর্বাভাস রয়েছে।