কলকাতা: শনিবার রেহাই মিলেছিল কিছুটা, তাপমাত্রা সামান্য বেড়েছিল। কিন্তু রবিবার থেকেই ফের পারদ পতন। সোমবার এক ধাক্কায় আরও কয়েক ডিগ্রি কমল তাপমাত্রা। পাশাপাশি, রবিবার থেকেই ঘন কুয়াশায় মুখ ঢেকেছে আকাশ। সোমবার দুপুর ১টার পরে সামান্য রোদের দেখা মিলেছে। আগামী কয়েকদিন কী আরও জাঁকিয়ে পড়বে শীত? পাশাপাশি কী রয়েছে বৃষ্টির সম্ভাবনাও? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

Continues below advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, রাজ্যের ৯টি জেলায় সবচেয়ে বেশি থাকবে শীতের কামড়। এর মধ্যে, উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। দক্ষিণবঙ্গের বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে সবচেয়ে নীচে থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গে স্বাভাবিক তাপমাত্রা থেকে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকবে সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা। এর ফলে দিনের বেশিরভাগ সময়েই বজায় থাকবে শীতের কামড়।

পাশাপাশি, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং এর পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সান্দাকফু, ঘুম ও ধোত্রে ও চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবার সম্ভাবনা। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়াতে আজও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে।

Continues below advertisement

গোটা রাজ্যে ইতিমধ্যেই তাপমাত্রা অনেক কমেছে। আগামী কয়েকদিনে আরও দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। এরপরে, তিন-চার দিনে তাপমাত্রার পরিবর্তন নেই বলে অনুমান আবহাওয়া দপ্তরের। তবে জমিয়ে শীতের স্পেল থাকবে আরও পাঁচ সাতদিন। এছাড়া রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে যেতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নিচে থাকতে পারে দিনের বা সর্বোচ্চ তাপমাত্রা।

এরই মধ্যে বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের বুলেটিন বলছে,দার্জিলিং সহ উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। সান্দাকফু , ঘুম , ধোত্রে , চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবার সম্ভাবনা রয়েছে।