সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের নামল পারদ। আজ সকালে কলকাতায় (Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। তবে বাড়তে পারে দিনের তাপমাত্রা। বিহার-ঝাড়খণ্ড-ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। অন্যদিকে, দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা শিলাবৃষ্টি ও তুষারপাত হতে পারে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতরের।
আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস:
সূত্র: https://city.imd.gov.in/citywx/localwx.php
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
10-Dec | 8.0 | 25.0 | Mainly Clear sky | |
11-Dec | 8.0 | 25.0 | Shallow Fog | |
12-Dec | 8.0 | 25.0 | Moderate Fog | |
13-Dec | 8.0 | 25.0 | Shallow Fog | |
14-Dec | 7.0 | 24.0 | Shallow Fog | |
15-Dec | 9.0 | 24.0 | Fog | |
16-Dec | 9.0 | 25.0 | Fog |
মেঘ কেটে যেতেই শীতের শুরু বাংলায়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রা নামতে শুরু করেছে সারা রাজ্যেই। বইছে উত্তর-পশ্চিমের বাতাস। কলকাতায় একদিনে এক ডিগ্রি নামল তাপমাত্রার পারদ। আগামী মঙ্গলবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। আগামী বুধ-বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে। উত্তরের জেলাগুলিতেও অব্যাহত শীতের দাপট। রবিবার দার্জিলিঙে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে নিম্নচাপের জেরে হঠাৎ বৃষ্টিতে একাধিক জেলায় জলের তলায় চলে গিয়েছে চাষের জমি। জমিতে সদ্য বসানো হয়েছে আলুর বীজ। বৃষ্টিতে জল জমেছে আলুর ক্ষেতে। ফলে পচে যেতে পারে আলুর বীজ। আশঙ্কায় রাতের ঘুম উড়েছে হুগলির (Hooghly) সিঙ্গুরের জামিনবেড়িয়া, গোপালনগর, পোলবার কৃষকদের। এই পরিস্থিতিতে মাথায় হাত পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার চাষিদেরও। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বিভিন্ন জায়গায় জমিতে রয়েছে পাকা ধান। কোথাও ধান কাটা হলেও তুলে নিয়ে যেতে পারেননি কৃষকরা। বৃষ্টিতে ব্য়াপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। বাঁকুড়া জেলায় ধানও চাষে ব্যপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বাঁকুড়া জেলায় এখন আমন ধান কাটার মরশুম চলছে। বহু জমিতে ধান কাটা অবস্থায় পড়ে রয়েছে। কিছু জমিতে এখনও বাকি। জমিতে জল জমে যাওয়ায় এই কাটা ধান এখন জলে ডুবে রয়েছে। ফলে ধানে অঙ্কুর হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Ration Scam: উধাও প্রায় ১৫ লক্ষ কেজি চাল, ফের রেশনে দুর্নীতির অভিযোগ