কলকাতা: বাংলায় ফের দুর্যোগ। আরও কাছে রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু। সর্বোচ্চ গতিবেগ ছুঁতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। রেমালের প্রভাবে শুরু ঝড়-বৃষ্টি। আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। ইতিমধ্যেই কলকাতায় প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রয়েছে ঝড়ের দাপটও। 


ল্যান্ডফলের সময় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। সাগরদ্বীপ থেকে রেমালের দূরত্ব ১২৫ কিলোমিটার। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিলোমিটার দূরে রেমাল। ক্যানিং থেকে রেমালের দূরত্ব ১৩৫ কিলোমিটার। 


রেমালের প্রভাবে কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। পঃ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি। 


আমফানের তাণ্ডবে উপকূলবর্তী জেলার পাশাপাশি লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা। বহু জায়গায় গাছ পড়ে অবরুদ্ধ হয়েছিল শহর। ইতিমধ্যেই আলিপুর সহ বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে। ঝড়ের গতি বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলেই আশঙ্কা। 


আরও পড়ুন, 'সুন্দরবন ডুবিয়ে দিতে পারে', আতঙ্কের নাম রেমাল! উথালপাথাল সমুদ্র


এদিকে এই পরিস্থিতিতে কলকাতা পুরসভাতেও যুদ্ধকালীন তৎপরতা। প্রতি মুহূর্তের পরিস্থিতির ওপর নজর রাখতে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম।  


রেমাল পরিস্থিতি নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, '৪৮০টি পাম্প স্ট্যান্ড বাই করা আছে। কিন্তু হ্যাঁ, ৪-৫ ঘণ্টা জল থাকবে। আমরা ম্যাজিশিয়ান নই। দিনরাত আমাদের শ্রমিকরা কাজ করছে। আমাদের অফিসাররা কাজ করছে। কলকাতার পরিষেবা আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করব। বৃষ্টি থামার পর ৪-৫ ঘণ্টা লাগবে কলকাতা থেকে জল নামাতে। যদি খুব বেশি গাছ না পড়ে তাহলে ৪-৫ ঘণ্টা লাগবে আমাদের সব গাছ পরিষ্কার করতে, রাস্তা পরিষ্কার করতে। যদি আমফানের মতো অত গাছ পড়ে যায় তাহলে একদিন লাগবে আমাদের সেই গাছগুলোকে সরিয়ে দিতে।' 


কলকাতা পুরসভার তরফে প্রস্তুত রাখা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।



  • কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর: ২২৮৬ ১২১২

  • কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর: ২২৮৬ ১৩১৩

  • কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর: ২২৮৬ ১৪১৪

  • কলকাতা পুলিশের হেল্পলাইন: ৯৪৩২৬১০৪২৮

  • কলকাতা পুলিশের হেল্পলাইন: ৯৪৩২৬১০৪২৯


কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগ, বিল্ডিং বিভাগ সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে