সঞ্চয়ন মিত্র, কলকাতা: বর্ষা (Monsoon) কবে আসবে, তার জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষ। তীব্র গরমে নাজেহাল অবস্থা। সঙ্গে পাল্লা দিয়ে আর্দ্রতা। সব মিলিয়ে কাহিল অবস্থা দক্ষিণবঙ্গে মানুষের। উত্তরবঙ্গে (North Bengal) বর্ষা এসে গেলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির দেখা নেই।


আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা এই তিন জেলায়-


আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছর আগাম বর্ষা এসেছিল আন্দামান সাগর থেকে শুরু করে কেরল এবং উত্তর - পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এ রাজ্যের উত্তরবঙ্গে বর্ষা এসেছে নির্ধারিত দিনের ৪ দিন আগেই। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন জেলায়। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির প্রভাব কিছুটা পড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ সামান্য বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। তবে সামান্য এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গে মূলত তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।


আরও পড়ুন - HS Exam Date 2023: আগামী বছর কবে থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু? ঘোষণা হল দিন


দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা-


প্রসঙ্গত, আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে যে, উত্তরবঙ্গে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গে দেরিতেই বর্ষা আসার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে তিন-চারদিন মৌসুমী বায়ুর কারণে অনুকূল পরিবেশ থাকবে। আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী, নির্ধারিত সময়ের পরেই বর্ষা আসবে দক্ষিণবঙ্গে। কলকাতায় বর্ষা আসার সময় ১১জুন। আজ মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বৃষ্টিপাতের পরিমান ১০ মিলিমিটার আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।