কলকাতা: প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল। প্রথম দশে রয়েছেন মোট ২৭২ জন। তালিকায় ছাত্রের সংখ্যা ১৪৪ জন।  ১২৮ রয়েছেন মহিলা। এ বছর মোট পরীক্ষা দিয়েছেন ৭,২০, ৮৬২ জন। এ বছর পাশ করেছেন ৬,৩৬,৮৭৫ জন। পাসের হার ৮৮.৪৪ শতাংশ। ২ মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা।


দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮। পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান পেয়েছেন। পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনের সায়নদীপ পেয়েছে ৪৯৭ নম্বর। ৪৯৬ পেয়ে উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন। উচ্চ মাধ্যমিকে যুগ্ম তৃতীয় রহিন সেন, হুগলি কলেজিয়েট স্কুলের সোহম দাস, টোয়া কাশীরাম দাস ইনস্টিটিউটের অভীক দাস, পশ্চিম মেদিনীপুরের পরিচয় পারি।  ৪৯৫ পেয়ে চতুর্থ হয়েছে ৮ জন। চতুর্থ স্থানাধিকারীদের মধ্যে তিনজন পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনের ৩ জন চতুর্থ স্থানাধিকারী হল সৌম্যদীপ মণ্ডল, কিংশুক রায়, প্রীতম মিদ্যা। ৪৯৪ পেয়ে পঞ্চম হয়েছে মোট ১১ জন। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৮৮.৪৪ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯০.১৯ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৬. ৯৮ শতাংশ। 


উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।  এ বছর পরীক্ষার্থী ছিলেন ৭ লক্ষ ৪৪ হাজার ৬৫৫ জন। ছাত্রীদের সংখ্যা ছাত্রদের থেকে বেশি। পাস করেছেন ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। পাসের হার ৮৮ দশমিক ৪৪ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৬ দশমিক ৯৮ শতাংশ। এ বছর কারও ফল অসম্পূর্ণ নেই বলে জানানো হয়েছে।  আগামী ২০ জুন মার্কশিট হাতে পাবেন ছাত্রছাত্রীরা। করোনার কারণে এ বছর হোম সেন্টারেই পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। 


আরও পড়ুন: WB HS Results 2022: উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের


রেজাল্ট দেখুন: 


সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb12.abplive.com-এ 


উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb12.abplive.com


Education Loan Information:

Calculate Education Loan EMI