কলকাতা: বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেই মতো ভরদুপুরেই আঁধার নামল শহর কলকাতায় (Kolkata News)। কালো মেঘে প্রথমে ঢাকল আকাশ। তার পর ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহর জুড়ে। উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে (Weather Updates)। আজই ওই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে সন্ধে নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। তার প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
গভীর নিম্নচাপ এবং ভরা কটালের জোড়া ফলায় সমুদ্র ও নদীর জলস্তর বাড়ছে
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ ১৪টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। অন্য দিকে, গভীর নিম্নচাপ এবং ভরা কটালের জোড়া ফলায় সমুদ্র ও নদীর জলস্তর বাড়ছে। বেহাল বাঁধ উপচে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে।
কলকাতার পাশাপাশি, বিভিন্ন জেলাতেও শুরু হয় বৃষ্টি। ভারী বৃষ্টি ও জলের তোড়ে পুরুলিয়ার আড়ষা ব্লকের বেলডিতে বসে গিয়েছে কংসাবতী নদীর ওপরের সেতু। আতঙ্কে বিচ্ছিন্ন যোগাযোগ, শহর থেকে বিচ্ছিন্ন বহু গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, ব্রিজের পিলারের পাশ থেকে বালি তোলার ফলে এই ঘটনা। সেখানে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জে সাগর থেকে হাজার হাজার ট্রলার ঘাটে ফিরে এসেছে। ইলিশ ধরার মরশুমে এই দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতির মুখে পড়তে চলেছেন মৎস্যজীবীরা। অন্য দিকে জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে দমকা বাতাস বইছে।
আরও পড়ুন: Purulia News: জলের তোড়ে নদীতেই বসে গেল সেতু, সমস্যায় গ্রামবাসীরা
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দুপুরের পর থেকে দু’-তিন দিন বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তাই নিরাপদে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে সকলকে।
মঙ্গলবার দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা
একই সঙ্গে এদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, হাওড়া, কলকাতায়। দুপুরের পর দু’-তিন ঘণ্টা বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে। আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে এই তিন জেলায়।