মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বুদবুদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন সেনা কর্মীর । মৃতের নাম বিজয় কুমার। পানাগড়ের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১:৩০ টা নাগাদ পানাগড়ের ধরলা মোড়ের কাছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ। ইতিমধ্য়েই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন, বর্ষার আগেই রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, হাজার পেরিয়েছে রাজ্যে, কলকাতায় আক্রান্ত ৮২ জন !
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই প্রাক্তন সেনা কর্মী পানাগড় সেনা ছাউনির ক্যান্টিন থেকে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন। এরপর পানাগড় সেনা ছাউনি থেকে স্কুটিতে চেপে পানাগড়ের দিকে যাওয়ার সময় ১৯নম্বর জাতীয় সড়ক ধরে পানাগড়ের রেল ব্রিজে ওঠার মুখে ধরলা মোড়ের কাছে কোনও গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রাক্তন সেনা কর্মীর। ঘাতক গাড়ীর খোঁজ চলছে বলে বুদবুদ থানার পুলিস সূত্রে জানানো হয়েছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশের হাজার সচেনতারমূলক বার্তা ছড়ানোর পরেও, চলতি বছরের একের পর এক দুর্ঘটনা। সম্প্রতি আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল মহেশতলায়। লরির চাকায় চাপা পড়ে মৃত্যু হয়েছিল নাবালকের। সাইকেলে চেপে আসার সময়, আচমকাই এই দুর্ঘটনা। মৃত মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের দৌলতপুর ফুলবাগানের বাসিন্দা। বয়স ১২ বছর। ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এদিকে সাইকেল আরোহীকে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। বিক্ষোভ থামাতে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছিল পুলিশ ও RAF
অতীতে শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি এলাকার জোটিয়াকালীতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক মহিলা।তার বাড়ি প্রধান নগর থানা এলাকার চম্পাশাড়িতে বলে জানা গিয়েছিল। ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে ঐ মহিলার মৃত্যু হয়েছিল। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জনতার বিক্ষোভ থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছিল। উত্তেজিত জনতা শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক পথ অবরোধ শুরু করেছিল। বন্ধ হয়ে গিয়েছিল সড়ক যোগাযোগ। পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসা এবং হাতাহাতি শুরু হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। এর পর লাঠিচার্জ করতে বাধ্য হয়েছিল পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।