কলকাতা: অবশেষে আজ প্রকাশিত হচ্ছে ২০২৩ প্রাথমিক টেট-এর ফল। সরকারি সূত্রে এমনই খবর মিলল। ১ বছর ৯ মাস পর ফল প্রকাশের সিদ্ধান্ত পর্ষদের। প্রায় ২ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ আজ। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, বিকেল ৪টের পর ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল। আজ ২০২৩ সালের প্রাথমিক টেটের ফলপ্রকাশ হলেও, ২০২২ সালের ফলাফল এখনও বাকি। এখনও রাস্তায় চাকরিপ্রার্থীরা। (2023 Primary TET Result)
২০২৩ সালের ২৪ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। এতদিন পেরিয়ে গেলেও ফল প্রকাশিত হচ্ছে না কেন, তা নিয়ে ক্ষোভ বাড়ছিল। অবশেষে, সেই ফল প্রকাশিত হতে চলেছে। পুজোর মুখে, বুধবার বিকেল ৪টেয় ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে। (Check Primary TET 2023 Result)
গত কয়েক দিন ধরেই প্রাথমিক টেট নিয়ে আন্দোলন চলছে। প্রাথমিক টেট পাশ করেও কেন নিয়োগপত্র মিলছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে লাগাতার। ২০২২ এবং ২০২৩ টেট উত্তীর্ণরাও লাগাতার আন্দোলন করে আসছিলেন। শেষ পর্যন্ত আজ ২০২৩-এর ফল প্রকাশিত হচ্ছে।
অন্য দিকে, আজ ২০২৩ সালের টেটের ফল প্রকাশিত হলেও, ২০২২ সালের টেট উত্তীর্ণরা এখনও রাস্তায়। বুধবারই বারাসতে বিক্ষোভ দেখান তাঁরা। দ্রুত নিয়োগ করতে হবে বলে দাবি তোলেন। সেই বিক্ষোভ সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। ধস্তাধস্তি, ঠেলাঠেলির ছবিও সামনে আসে।
বিক্ষোভের জেরে এদিন যশোর রোড, রবীন্দ্রভবনের সামনের অংশ অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। সেখানে আজ TMC-র শিক্ষা সেলের উদ্যোগে শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানো যোগ দেওয়ার কথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সেখানেই নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান ২০২২ সালের টেট উত্তীর্ণরা।
এদিন বারাসত স্টেশন থেকে মিছিল করে আসেন সকলে। শ্বেতপুকুর মোড়ে ব্যারিকেড করে তাঁদের আটকানোর চেষ্টা হয়। কিন্তু ব্য়ারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়েন সকলে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। রবীন্দ্রভবনের মূল ফটকের বাইরেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীরা জানান, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে সপ্তাহ দুয়েক আগেই কথা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু এখনও তার কিছুই হয়নি। কোনও উদ্যোগই চোখে পড়ছে না।
আর তাতেই ব্রাত্যর সামনে আজ বিক্ষোভ দেখাতে ছুটে যান চাকরিপ্রার্থীরা। বারাসত পুলিশের শীর্ষ কর্তারা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন। এ নিয়ে এখনও পর্যন্ত পর্ষদের তরফে কিছু জানানো হয়নি। ব্রাত্যও কিছু জানাননি এখনও পর্যন্ত।