ডোমকল: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) ফল ঘোষণা হয়ে গিয়েছে প্রায় এক মাস আগে। বিভিন্ন জেলায় চলছে বোর্ড গঠন। আর সেই বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজ্যের কোথায় অশান্তি, তো কোথাও দলবদলের হিড়িক।


মুর্শিদাবাদের ডোমকলে বোর্ড (Domkal Board) গঠনের আগেই কংগ্রেস-সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৮ জয়ী প্রার্থী। কংগ্রেসের ৭ ও সিপিএমের ১ জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (TMC) । কংগ্রেস-সিপিএমের (CPIM) টিকিটে জিতে পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে তৃণমূলে যোগ। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তেজনা।


কংগ্রেসের ৭জন, সিপিএমের ১জন জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। ডোমকলের জুরানপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৭।কংগ্রেসের দখলে যায় ৮ আসন, সিপিএম পায় ৬ আসন। তৃণমূল কংগ্রেস পায় মাত্র ৩টি আসন। জয়ী ৮ কংগ্রেস প্রার্থীর মধ্যে ৭জন যোগ দিলেন তৃণমূলে। সিপিএমের ৬ জয়ী প্রার্থীর মধ্যে একজন যোগ দিলেন তৃণমূলে। উন্নয়নে সামিল হতে দলবদল, তৃণমূলে যোগ দিয়ে দাবি কংগ্রেস-সিপিএমের জয়ী প্রার্থীদের।


শুধু মুর্শিদাবাদ নয়, পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে জেলায় জেলায় চলছে চরম অশান্তি। উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবং জলপাইগুড়ির খড়িয়া। দুটি ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে বোর্ড গঠনে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। কালিয়াগঞ্জের মুস্তাফানগরে বোমাবাজির অভিযোগ ওঠে। জলপাইগুড়ির খড়িয়ায় পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা ও কর্মীরা। দুটি ক্ষেত্রেই তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।


কোথাও পঞ্চায়েত অফিস চত্বর অগ্নিগর্ভ! ডাণ্ডা হাতে দাপাদাপি! দেদার ভাঙচুর! উঠল বোমা ছোড়়ার অভিযোগ! কোথাও পুলিশের সঙ্গে প্রবল বচসা! বিজেপি কর্মীদের সঙ্গে চূড়ান্ত বাকবিতণ্ডা! দীর্ঘক্ষণ পথ অবরোধ পঞ্চায়েত ভোটের আগে অশান্তি, ভোটের সময় অশান্তি, ফল ঘোষণার দিন অশান্তি। এবার বোর্ড গঠনের আগেও জায়গায় জায়গায় অশান্তি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মুস্তাফানগর পঞ্চায়েতে মোট আসন ৩০টি। 


ভোটে তৃণমূল জয়ী হয় ১৩টি আসনে। ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস জেতে ৩টি আসনে। ২টি আসনে যায় সিপিএমের দখলে। আর ৪টি আসনে জয়ী হন নির্দল প্রার্থীরা। ত্রিশঙ্কু এই পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্রে এদিন ধুন্ধুমার বাধে মোস্তাফানগর পঞ্চায়েত অফিসে। বিজেপির দাবি, কংগ্রেস, সিপিএম ও নির্দলদের নিয়ে, মোট ১৭ জন পঞ্চায়েত সদস্যের সমর্থনে তারাই বোর্ড গড়তে যাচ্ছিল। বিজেপির অভিযোগ, এই খবর চাউর হতেই, তৃণমূলের লোকজন হামলা চালায় পঞ্চায়েত অফিসে। বোমাবাজির অভিযোগ পর্যন্ত ওঠে। 


তৃণমূলও পাল্টা দাবি করে, তাদের ২ জয়ী পঞ্চায়েত সদস্যকে জোর করে নিয়ে গিয়ে বোর্ড গঠনের চেষ্টা করছিল বিজেপি। প্রশাসন সূত্রের খবর, অশান্তির আবহে মুস্তাফানগর পঞ্চায়েতে শেষমেশ বোর্ডই গঠন করা যায়নি। 


আরও পড়ুন: ABP Exclusive: ইডেনে অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্তর্ঘাত? বাড়ছে রাতের নিরাপত্তা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial